ইজতেমার পাশে বাসি খাবার বিক্রি করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার প্রথম পর্বের ইজতেমার প্রথম দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন।

এর মধ্যে ইজতেমা ময়দানের পাশে মুন্নু সিরামিক গেইট সংলগ্ন আল্লাহর দান হোটেলে পঁচা-বাসি খিচুড়ি বিক্রির অভিযোগে এর মালিককে পাঁচ হাজার টাকা, কামারপাড়া এলাকায় অতিরিক্ত দামে কম্বল বিক্রির অভিযোগে একজনকে চার হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খেঁজুর বিক্রির অভিযোগে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মুসল্লিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনিসুর রহমান।