গাজীপুরে অবৈধ ভাবে ভারতীয় চিনি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর বাজারে অবৈধ ভাবে ভারতীয় চিনি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঝুমা ট্রেডার্স বাণিজ্যালয়ের গুদামঘর থেকে ১৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। কোনো বৈধ ভাউচার না দেখাতে পারায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)( ঞ) ধারা অনুযায়ী মেসার্স ঝুমা ট্রেডার্স বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত চিনি জয়দেবপুর মুন্সিপাড়া এতিমখানা, দারুস সুন্নাহ মাজিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও মদিনাতুল উলুম এতিমখানাতে বিতরণ করা হয়।

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রশাসন এমন অভিযান চলমান থাকবে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট।