কালীগঞ্জে ৫ হোটেল-রেস্তোরাঁকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে পাঁচটি হোটেল-রেস্তোরাঁকে পাঁচটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথ ভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও মো. আজিজুর রহমান বলেন, বিকেলে উপজেলার কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সে সময় লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ১৯ ধারায় পাঁচটি মামলায় ওই এলাকার হাজী বিরিয়ানি, নান্না বিরিয়ানি, রাজধানী হোটেল, আল আমিন হোটেল ও কুমিল্লা মিস্টান্ন ভান্ডারসহ প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সে সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।