৩ ক্লিনিককে জরিমানাসহ ৩ জনের কারাদণ্ড

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে তিনটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানাসহ তিন জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ দণ্ডাদেশ প্রদান করেন।

তিনি বলেন, উপজেলার জামালপুর ও নাগরী ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় উপজেলার জামালপুর এলাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালকে ৫০ হাজার ও একই এলাকার নুবহা জেনারেল হাসপাতালকে এক লক্ষ এবং দ্য মেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরি অরডিন্যান্স ১৯৮২ এর৯ ধারায় পৌর এলাকার কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া দণ্ডবিধির ১৮৬০ এর ২৯৪ ধারায় ছয় জনকে ছয়টি মামলায় ২১ হাজার জরিমানা ও তিন জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ধারা অব্যাহত থাকবে।

সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-এ-এলাহী, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।