লাইসেন্স না থাকায় ফার্মেসীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরে আজাদ হোমিও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফার্মেসীর লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, র‌্যাব ১৩ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ও ড্রাগ সুপার নার্গিস আক্তার যৌথ ভাবে অভিযান পরিচালনা করেন।

র‌্যাব ১৩ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, দিনাজপুর শহরের নিমতলা মোড়ে আজাদ হোমিও ফার্মেসীতে কোনো প্রকার লাইসেন্স নেই এবং ফার্মেসীতে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ফার্মেসীর মালিক আবুল কালাম আজাদের কাছে লাইসেন্স দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এছাড়াও তার দোকানে মেয়াদোর্ত্তীণ ওষুধ পাওয়া যায়।

ড্রাগ সুপার নার্গিস আক্তার জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন। কিন্তু অভিযানে আসার আগে তিনি জেনেছেন, আগের অফিসার তাকে সর্তক করেছিলেন এবং লাইসেন্স করতে বলেছিলেন। কিন্তু তিনি তা করেননি।অভিযান শেষে মেয়াদ উর্ত্তীণ ওষুধ ধ্বংস এবং ফার্মেসীর মালিক আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা করিমানা করা হয়।