অতিরিক্ত ভাড়া আদায়, ৩ বাস কাউন্টারকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে ফুলবাড়ী পৌর শহরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযান পরিচালনাকালে শ্যামলী এনআর পরিবহনের টিকিট কাউন্টারকে পাঁচ হাজার টাকা, রাহবার ও মা এন্টারপ্রাইজের টিকিট কাউন্টারকে তিন হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে প্রতিটি ঈদে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জেলা ক্যাবের নির্বাহী সদস্য মাসউদ রানা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম, জেলা পুলিশ সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।