রংপুরে সুপার শপে তদারকি

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর বিভিন্ন সুপার শপে তদারকি চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

রোববার সকালে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।

জুম্মাপাড়া এলাকায় অবস্থিত ‘বড় বাজার’, ধাপ এলাকায় অবস্থিত স্বপ্ন সুপার শপ ও লালকুঠি এলাকায় অবস্থিত ভিনটেজ ওয়ার্ল্ড এ ধারাবাহিক তদারকি অভিযান চলানো হয়। অভিযানে বড় বাজার ও ভিনটেজ ওয়ার্ল্ড এ চিনির ক্রয় ও বিক্রয় মূল্যে অনিয়ম এবং নিম্নমানের চকলেট ডিসপ্লেতে বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে দুই হাজার ও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এ দপ্তরের অফিস সহকারী তসলিমা তমা, ক্যাব রংপুরের প্রতিনিধি ও মেট্রোপলিটন পুলিশ ফোর্সের একটি টিম।