অতিরিক্ত ভাড়া আদায়, ২ কাউন্টারকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে দুই পরিবহন কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

পরিবহন দুটি হলো- হিমাচল ও আল বারাকা পরিবহন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী হাকিম ইসমাইল হোসেন।

আদালতের পেশকার আব্দুল মতিন জানান, দুপুরে মোবাইল ফোনে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সোনাইমুড়ী বাইপাসের অবস্থিত জেলা পরিষদের স্থাপিত বাসস্টান্ডে যাত্রীদের সঙ্গে আলাপ করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ইসমাইল হোসেন হিমাচল পরিবহনের কাউন্টারকে ১৪ হাজার ও আল বারাকা পরিবহনের কাউন্টারকে এক হাজার টাকা জরিমানা করে আদায় করেন।