নামীদামি রাইস মিলের বস্তায় অন্য চাল, জরিমানা গুনলেন ব্যবসায়ী

ভোক্তাকণ্ঠ ডেস্ক: উত্তরাঞ্চলের নামীদামি রাইস মিলের বস্তায় অন্য চাল ভর্তি করে চট্টগ্রামে চালের অন্যতম পাইকারি বাজারে বাজারজাত করায় আল্লাহর দান চাল ভাণ্ডারকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ অভিযোগে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে চাক্তাই এলাকার প্রতিষ্ঠানটিতে মূল্য তালিকা ছিল না বলেও অভিযোগ ভোক্তা অধিদপ্তরের।

অন্যদিকে, একই অভিযানে বর্ধিত মূল্যে চাল বিক্রির অভিযোগে মেসার্স ইসলামাবাদ অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, আগ্রাবাদ এলাকায় বাসি মুরগির মাংস, ভাত বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে মানহীন খাবার তৈরির দায়ে দিল্লি ডাইন নামের একটি রেস্তোরাঁকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক দিদার হোসেন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

অধিদপ্তরের চট্টগ্রাম শাখার উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।