পণ্যের মূল্য বেশি রাখায় ৩ দোকানীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পণ্যের মূল্য তালিকা না থাকায় ও বিভিন্ন পণ্যের মূল্য বেশি রাখায় অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে তিন দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাহিরপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।  

জানা যায়, উপজেলা সদর বাজারের আরমান মেশিনারীজ, মুক্তা টেলিকম ও ইসলাম টেলিকমকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমান করে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, সকালে বাজারের তিনটি দোকানে ভোক্তা-অধিকার আইনে জরিমানা করে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।