ইফতার বাজারে রং উৎসব

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর পায়রা চত্বর, লালবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারণে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব) ও সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

অভিযান চলাকালে অধিকাংশ ইফতার সামগ্রী বিক্রয় করা প্রতিষ্ঠানে ব্যাপক হারে কাপড়ে ব্যবহৃত লাল রং জিলাপিসহ অন্যান্য আইটেমে ব্যবহার করতে দেখা যায়। মূল্য তালিকার বালাই নেই অধিকাংশ প্রতিষ্ঠানে। এরূপ বিভিন্ন অনিয়মের কারণে পাঁচটি প্রতিষ্ঠানে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাদের সহায়তা করে ক্যাব রংপুর ও মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।