অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: লিখিত অভিযোগের ভিত্তিতে রংপুরে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার সকালে ওই দপ্তরে অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ওই তিনটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব রংপুরের সেক্রেটারি মো. আহসান উল হক তুহিন।

পরে আদায়কৃত জরিমানা থেকে ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. গোলাম রব্বানীর হাতে তুলে দেন সহকারী পরিচালক।

গোলাম রব্বানী অভিযোগের দ্রুত নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শতভাগ স্বচ্ছতা আছে বলেই মানুষ এখন ভোক্তা অধিদপ্তরের প্রতি আস্থাশীল।