অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মাদারীপুরে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির দায়ে ইলেকট্রনিক্সের এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

তিনি জানান, প্রচণ্ড তাপমাত্রা ও লোডশেডিং বেড়ে যাওয়ায় চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে কয়েকগুণ। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চার্জার ফ্যানে দাম বেশি নিচ্ছেন। এমন অভিযোগে জেলা শহরের পুরান বাজার এলাকায় খান ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।