রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পৌনে ২ লাখ টাকা জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস। এ অভিযানে প্রায় দেড়শ গ্যাস রাইজার কেটেছে তিতাস। অন্যদিকে ১৭টি বাড়ির মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে ঢাকা জেলা প্রশাসন।

রোববার (১৩ মার্চ) ভাটারার সাঈদনগর ও নূরেরচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। তিতাসের ঢাকা মেট্রো বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক এনামুল হকসহ একটি টিম এ অভিযানে অংশ নেয়।

সরেজমিনে দেখা যায়, কোনো কোনো বাড়িতে গ্যাসের রাইজার মাটির নিচে রাখা হয়েছে। আবার অনেকেই খবর পেয়ে রাইজার কেটে লুকিয়ে রেখেছে আগ থেকেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, ঢাকা জেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ এরপরও অবৈধ সংযোগ নেন, তার বিরুদ্ধে জেল হওয়ার মতো কঠোর শাস্তিও হতে পারে। গ্যাস আইন-২০১০ এর ১০ ধারা অনুযায়ী ১৭টি বাড়ি থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।