পাথরঘাটায় ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে

ভোক্তাকন্ঠ ডেস্ক: ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পাথরঘাটায় মাছ ধরার ১০ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, সাগরে মাছ ধরতে গিয়েছিল ট্রলারগুলো। শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ১০টি ট্রলার নিখোঁজ হয়। এ পর্যন্ত ২০ জন জেলেকে উদ্ধার করা গেলেও এখনো ৩০ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে পাথরঘাটা থেকে কয়েকটি ট্রলার পাঠানো হয়েছে। তবে ট্রলার এবং জেলেদের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রলারগুলো বাগেরহাটের এবং নিখোঁজ জেলেরাও সেখানকার।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। তাদের উদ্ধার করার পর পরিচয় শনাক্ত করা যাবে।