মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭ ফার্মেসীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে নিয়মনীতি অনুসরণ না করা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সাতটি দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুরাতন বাজারের কামাল ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত শঙ্করী মেডিকেলকে পাঁচ হাজার টাকা, সানি ফার্মেসীকে তিন হাজার টাকা, সিটি ফার্মেসীকে তিন হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসীকে ৫০০ টাকা, রামিশা ফার্মেসীকে ৫০০ টাকা ও ভাই-বোন ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করেন।