মাদারীপুরে ১৮ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘটের ডাক

ভোক্তাকণ্ঠ ডেস্ক : মাদারীপুরে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পাঁচ সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল।

তিনি বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্রা, নসিমন, থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল করছে। এছাড়া রুট পারমিট ছাড়া মাদারীপুরের মহাসড়ক ব্যবহার করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিটনেসবিহীন পরিবহন চলছে। অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে বাস কাউন্টার খুলছে একটি চক্র। এমনকি মহাসড়কে ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছে অপ্রাপ্ত বয়স্করা। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।

খায়রুল হাসান বলেন, ১৭ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নে প্রশাসন ও সরকারের উচ্চ মহলের কাছে আহ্বান জানাবেন শ্রমিক নেতারা। তাদের এ দাবি না মানলে ১৮ অক্টোবর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করবেন শ্রমিকরা। এতে মাদারীপুরের মহাসড়ক ব্যবহার করে অন্য জেলায় যানবাহন চলতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, জেলা ট্রাক, মিনি ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মাতুব্বর, সাধারণ সম্পাদক মতিউর মাতুব্বর।