টাঙ্গাইলে ৪ রেস্তোরাঁকে দেড় লক্ষ টাকা জরিমানা

মো. আবু জুবায়ের উজ্জল: টাঙ্গাইলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী।

ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী বলেন, শহরের বিনিময়ে রেস্তোরাঁ ও বহুতল ভবনে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শহরের সুগন্ধা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা, ছেফাত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলাম বলেন, যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts:

৫ দোকানীকে ৪৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলে বাজার মনিটরিংয়ে অংশীজনদের নিয়ে আলোচনা সভা
টাঙ্গাইলে পাকা রশিদ না থাকায় গুদাম মালিককে ৮০ হাজার টাকা জরিমানা
জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারকে লাখ টাকা জরিমানা
'পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করাই আমাদের প্রথম কাজ'
মন্ত্রণালয় নির্ধারিত মূল্যের চেয়েও কমে পণ্য বিক্রি হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
এ সপ্তাহেই তেলের দাম ঠিক করে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান
রমজান মাসে টাঙ্গাইলে প্রতিনিয়ত বাজার তদারকির আহ্বান
টাঙ্গাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত