খুলনার বাজারে বেগুনের সেঞ্চুরি

ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনার বাজারে গত সপ্তাহে যে পেঁয়াজ ৬৫ টাকা বিক্রি হয়েছে সেটি এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। ৮০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বাজারে প্রায় সবজির দাম ১০-২০ টাকা বেড়েছে।

বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বাজারে করলা ৭০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ দুটি সবজিতে এ সপ্তাহে ১০ টাকা করে কমেছে। এছাড়া পুঁইশাক, ধুন্দল ও ঝিঙার দাম অপরিবর্তিত রয়েছে।

নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারে ফরহাদ আহমেদ বলেন, প্রতিনিয়ত সবকিছুর দাম বাড়ছে। এগুলো দেখা বা নিয়ন্ত্রণের কেউ নেই। চাল থেকে সবজি সবকিছুই এখন সিন্ডিকেটের কব্জায়।

শিপলু নামের আরেক ক্রেতা বলেন, দাম কেমন সেটা তো অনুমান করতেই পারছেন। এক কেজি সবজি যদি ৮০-২০০ টাকায় কিনতে হয় তাহলে আমরা কেমন আছি সেটা জিজ্ঞাসার প্রয়োজন নেই। এতদিন মাছ-মাংস, চাল-ডিমে দাম বেড়েছে। এখন সবজির দামও বাড়ছে।

জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রবিউল বলেন, আমাদের কিছুই করার নেই। মোকামে দাম বাড়ায়, আমরা যে দামে কিনি তার চেয়ে অল্প কিছু লাভে বিক্রি করি। আমরা তো আর বাজার নিয়ন্ত্রণ করি না। যারা বাজার নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে কথা বলেন।