পঁচা-বাসি মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের সিংড়ায় পঁচা-বাসি মাংস বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মারফত আলী পৌরসভার মহেশচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মায়ের দোয়া গোস্তের দোকান।

জানা যায়, বেলা ১১টার দিকে সিংড়া বাজারের মুরগি হাটি এলাকায় পঁচা-বাসি গরুর মাংস বিক্রির খবর পেয়ে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস সেখানে যান। সে সময় ব্যবসায়ী মারফত আলী পঁচা-বাসি মাংস বিক্রির কথা স্বীকার করেন। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জব্দকৃত ৮০ কেজি পঁচা মাংস মাটিতে পুঁতে রাখা হয়।

ইউএনও মাহমুদা খাতুন বলেন, পঁচা-বাসি মাংস বিক্রি করার খবর পেয়ে ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে গেলে ওই মাংস
ব্যবসায়ী তা স্বীকার করে। এ সময় তাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।