রাজশাহীতে বেশি দামে ডাব বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদা বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছে। এ কারণে মহানগরীর বিভিন্ন বাজারের ডাবের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা ১২টার দিকে মহানগরীর সাহেব বাজার এলাকায় খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

এ সময় চারটি দোকানে ডাবের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।

এর আগে গত রোববার মহানগরীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের ডাবের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।