মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে চিনির বস্তা লুকিয়ে রাখা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে দুই মুদি দোকানীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বেলা ১২টার দিকে রাজশাহীর সাহেব বাজার এলাকায় কয়েকটি মুদিখানা দোকানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, সারাদেশের মতো রাজশাহীতেও চিনির বাজার মনিটরিং চলছে। কোন ব্যবসায়ী বেশি দাম রাখলে সরকারি নির্দেশনা মতো তাদের জরিমানা করা হচ্ছে। আরডিএ মার্কেটের বাগদাদ স্টোরকে ১০ হাজার টাকা ও আরেকটি মুদি ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।