ববি শিক্ষার্থীদের এক বছরের পরিবহন-আবাসিক খরচ মওকুফ

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এক বছরের পরিবহন ও আবাসিক খরচ মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

রোববার (০৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে রোববার বিকেলে পরিবহন ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া যারা ইতোমধ্যে পরিবহন ফি জমা দিয়েছে তাদের অর্থ পরবর্তীতে সমন্বয় করা হবে।

উল্লেখ্য, আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ করে। এতে পরিবহন খরচ, আবাসিক ছাত্রাবাসের খরচ অর্ন্তভুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বুধবার (০১ সেপ্টেম্বর) এসব খরচ বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা।