বাজারের পণ্য নিজ নামে চালিয়ে দিচ্ছে সুপার শপ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ৩’রা মার্চ (সোমবার) রংপুর নগরীর বেশ কয়েকটি সুপার শপ তদারকি ও পর্যবেক্ষণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়। এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম। সহায়তা কারী কর্মকর্তা হিসেবে ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন।

তদারকি চলাকালে দেখা যায় যে অধিকাংশ সুপার শপ গুলোতে নিজ পণ্যের সাথে রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তাতে নিজ কোম্পানীর ট্যাগ বসিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে। আবার বিদেশি বলে পণ্য গুলো দাবি করলেও তাতে আমদানি কারকের ঠিকানা নেই। একই ধরনের ঘটনা প্রায় সব গুলো সুপার শপে দেখা যায়। এ ধরনের বিষয়গুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার সুস্পষ্ট লংঘন হওয়ায় অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ আজহারুল ইসলাম ‘SARA’, ‘FREE LAND’ সহ আরো একটি প্রতিষ্ঠানে মোট তেইশ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করে দেন। এ সময় জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স এর নিচতলায় একটি কসমেটিক্স এর দোকানে বিধি বহির্ভূতভাবে পণ্য ক্রয় বিক্রয় এর দায়ে তিন হাজার টাকা জরিমানা করেন তিনি।

তদারকি তে সহায়তা করে ক্যাব রংপুর জেলা ও
রংপুর মেট্রোপলিটন পুলিশ।