ভেজাল সার-কীটনাশক রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাটে ভেজাল সার ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বিকেল ৪টার দিকে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুদ-উদ-দৌলা তাকে জরিমানা করেন।

এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

প্রতারক রাশেদুজ্জামান (৪০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাজারহাট বাজারের অদূরে মেকুরটারী গ্রামে শাহীন আলমের বাসা ভাড়া নিয়ে এক প্রতারক প্রায় তিন লক্ষাধিক টাকার ভেজাল সার ও কীটনাশক মজুদ করে রাখে। গোপনের সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে পুলিশ গিয়ে ভেজাল পণ্য উদ্ধার করে প্রতারক রাশেদুজ্জামানকে আটক করে। পর দিন বুধবার বিকেলে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুদ-উদ-দৌলা থানায় এসে ভেজাল পণ্য নিশ্চিত করে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ভেজাল সার ও কীটনাশক ধ্বংস করে রাশেদুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তি রায়, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।