রাজিবপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কুড়িগ্রামের রাজিবপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় খাদ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকা, পাকা ভাউচার না থাকা, অপরিস্কার নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণে অব্যবস্থাপনা, বেশি মূল্যে বিক্রি করায় আবুশামা ষ্টোরের মালিককে দুই হাজার টাকা, ঢাকা মসলা ষ্টোরের মালিককে তিন হাজার টাকা, রাশেদুল ষ্টোরের মালিককে দুই হাজার টাকা, ভাই ভাই গোস্ত ঘরের মালিককে ৫০০ টাকা এবং মা-বাবার দোআ গোস্ত ঘরের মালিককে ৫০০ টাকাসহ মোট আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সক্টের ফুলসের আলী, সহকারী ইন্সপেক্টর রোকনুজ্জামান ও পুলিশ সদস্যরা।

অধিদপ্তরের কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পক্ষ থেকে
ভোক্তা-অধিকার আইনে রাজিবপুর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’