ভেজাল শিশুখাদ্য-প্রসাধনী বিক্রি, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নকল বৈদ্যুতিক তার, প্রসাধনী ও ভেজাল শিশুখাদ্য বিক্রি করায় ১২ প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে জরিমানা। সাভার ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

প্রতিষ্ঠানগুলো হলো- ম্যাডাম কসমেটিক্স লিমিটেডকে ৫০ হাজার টাকা, মেসার্স এলিগেন্সী ক্যাবল ফ্যাক্টরিকে পাঁচ লাখ টাকা, এএমএস ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, এবিটিং ফ্লেভারড সফট ড্রিকংস পাউডারকে ৫০ হাজার টাকা, রমজান ফুড প্রডাক্টসকে ২০ হাজার টাকা, ইমন কসমেটিক্সকে এক লাখ টাকা, লিপি ইঞ্জিনিয়ারিংকে পাঁচ লাখ টাকা, অলিভ বাংলাদেশ লিমিটেডকে পাঁচ লাখ টাকা, মোজাম্মেল দই ঘরকে এক লাখ টাকা, আল আলাক লিভিরাইজকে এক লাখ টাকা, আলমগীর কসমেটিক্সকে এক লাখ টাকা ও এন আর জি ক্যাবলসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ২০ হাজার টাকার নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য ও প্রসাধনী জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এসময় বিএসটিআই’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related posts: