কাভার্ডভ্যান থেকে নকল সার জব্দ

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ নকল জিংক সার জব্দ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলার পালিচড়া বাজারে অপেক্ষমাণ বগুড়া থেকে আগত কাভার্ডভ্যান থেকে সার জব্দ করা হয়।

আটককৃত সারের প্যাকেটে ভুয়া ঠিকানা ব্যবহার করে ‘পপুলার এ্যাগ্ৰো ইন্ডাজট্রিজ লিমিটেড’ নামক একটি তথাকথিত প্রতিষ্ঠান সদর উপজেলার পালিচড়াসহ বিভিন্ন বাজারে বাজারজাত করে আসছিল। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সাধারণ কৃষক। বেশ কিছু দিন ধরে এ চক্রের পেছনে লেগে থেকে অবশেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় তাদের ধরতে সক্ষম হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অভিযানে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনিত অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার আইনের ৪৫ ধারায় তাৎক্ষণিক ৪০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন।

মালামাল জব্দ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়কে হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি সহায়তা করে ক্যাব রংপুর এবং জেলা পুলিশের কোতয়ালী থানা।