চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৭ জনের ডেঙ্গু শনাক্ত

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক, ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

রোববার (১৩ নভেম্বর) সিভিল সার্জন অফিসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৩ হাজার ৫৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন ৯৭২ জন। বর্তমানে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১৮২ জন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে চট্টগ্রামে আগের যে কোনো সময়ের চেয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হয়েছে। এসময়ে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হন।