মূল্য তালিকা না টাঙানোয় ৫ দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মূল্য তালিকা না টাঙানোয় দিনাজপুরের হিলিতে পাঁচটি দোকানের মালিককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি জানান, রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির একটা আশংকা দেখা দিচ্ছে। এটি রোধে প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ হিলিতে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা না টাঙানোয় সতর্কতামূলক পাঁচটি দোকানের মালিককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মসলার বাজার পরিদর্শন করা হয়েছে। রমজানকে ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

ভোক্তাদের নিকট থেকে যেন অধিক মূল্য নেওয়া না হয় সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মমতাজ বেগম।