রংপুরে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরী ও সদর উপজেলার হারাগাছ মেট্রোপলিটন থানার বক্সা এবং লাহিড়ী হাট এলাকায় সোমবার দুটি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়।

বেকারি পণ্য উৎপাদনে বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরীর বক্সা এলাকায় অবস্থিত ‘সানজিদা বেকারি’কে পাঁচ হাজার ও ‘নিউ পুষ্টি বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব) এবং সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

অপরদিকে, সদর উপজেলার লাহিরীহাট বাজারে অবস্থিত ‘মাহি বেকারি’তে খাদ্যে নিষিদ্ধ উপকরণ ব্যবহার ও প্যাকেটজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করার দায়ে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় চার হাজার টাকা এবং একটি ফার্মেসিতে প্রচুর পরিমাণে বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে এক হাজার টাকা জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।

এদিকে, অভিযান শেষে শালবন এলাকায় একটি টিসিবি’র ট্রাক সেল মনিটরিং করেন ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাগণ।