ঠাকুরগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী।

জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে কীটনাশক সার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে রাফি ট্রেডার্সকে ১৫ হাজার, আরাফাত ট্রেডার্সকে ২০ হাজার ও রণি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শেখ সাদী বলেন, ১১০০ টাকার টিএসপি ১২০০ টাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কীটনাশক বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে তাদেরকে জরিমানা করা হয়। সেই সঙ্গে পরবর্তীতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।