হবিগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে ৪৬,৫০০ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: হবিগঞ্জে মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, ডিম ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার হবিগঞ্জের চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, ডিম ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইনে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ক্যাব হবিগঞ্জের সভাপতি মো. দেওয়ান মিয়া এবং র‍্যাব-৯ এর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-ডিএম

Related posts:

হবিগঞ্জে ১ কেজির বেশি পেঁয়াজ কেনা যাবে না
ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে হবিগঞ্জে ক্যাবের মানববন্ধন
কাচ্চি বাড়ি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
ভোক্তা-অধিকার আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত
চামড়া ও লবন ব্যবসায়ীদের নিয়ে হবিগন্জ জেলা প্রশাসনের মতবিনিময়
বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন গরুর হাটে শিল্প লবন বিক্রি
হবিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাতে দোকান খোলা রাখায় জরিমানা-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন