হবিগঞ্জে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এমন প্রতিপাদ্যে হবিগঞ্জে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, নিরাপদ খাদ্য অফিসার শাকিব হোসাইন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হবিগঞ্জের সভাপতি মো. দেওয়ান মিয়াসহ ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি।

সভায় ভোক্তার অধিকার শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়। এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।