আর্থিক সংকটে শ্রীলংকা, তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দুজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। মুদ্রাস্ফীতি রেকর্ড ছুঁয়েছে। জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া। ইতোমধ্যে তেল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে দুই ব্যক্তি মারা গেছেন।

রোববার (২০ মার্চ) দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।

কলম্বোয় পুলিশের মুখপাত্র নলিন থালদুয়া বলেন, তেল কিনতে গিয়ে যে দুইজন মারা গেছেন, তাদের বয়স ৭০-এর কোটায়। দুটি ভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা পেট্রল ও কেরোসিন কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তারা জ্বালানি তেলের জন্য চার ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শ্রীলঙ্কার পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি অশোকা রানওয়ালা বলেছেন, অপরিশোধিত তেলের মজুত ফুরিয়ে যাওয়ায় দেশটির একমাত্র জ্বালানি শোধনাগার কার্যক্রম স্থগিত করেছে।

শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে তেলের পাম্পের সামনে লম্বা লাইনে মানুষকে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। দেশটির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খবর: রয়টার্স