পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে শুনানির আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি বিষয়ক শুনানির আয়োজন করেছে।

১৮ মে (বুধবার) রাজধানীর বিয়াম মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গ্যাসের দাম বাড়ানোর আবেদন আমলে নেওয়ায় পিডিবি বিদ্যুতের দাম বৃদ্ধির এই শুনানি।

পিডিবি বলছে, বিতরণ কোম্পানির গ্যাসের দাম ১০০ ভাগ বাড়ানো হলে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন খরচ ৬৯ পয়সা করে বাড়বে। এতে গড়ে বিদ্যুতের পাইকারি সরবরাহ ব্যয় হবে ৯ টাকা ২৭ পয়সা। ফলে এই দাম বাড়ানো যুক্তিযুক্ত বলে মনে করছে পিডিবি।

আইনি বাধ্যবাধকতা মানতেই এই শুনানি হচ্ছে।আইন অনুযায়ী বিইআরসি যদি কোনও প্রস্তাব আমলে নেয়, তবে ৬০ দিনের মধ্যে সেটার শুনানিও করতে হয়। আইনি বাধ্যবাধকতা মানতেই এই শুনানি করা হচ্ছে।

শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলমসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।