চলতি বছর ৬০ বিলিয়ন ডলার রপ্তানির আশা বাণিজ্যমন্ত্রীর

ভোক্তাকণ্ঠ ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দুই বছর পর বাংলাদেশের রপ্তানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর আমরা ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে বলে আশা করা যাচ্ছে।’

মঙ্গলবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রপ্তানি দিন দিন বাড়ছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। বিশেষ উদ্যোগ নেওয়ার কারণে আমাদের আরও পাঁচ থেকে ছয়টি পণ্য বছরে এক বিলিয়েনের বেশি রপ্তানি করবে। দেশের রপ্তানি বৃদ্ধির কারণে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকার সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে একের পর এক শিল্প কলকারখানা গড়ে উঠছে। পণ্য উৎপাদন বাড়ছে। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জাতিসংঘ নির্ধারিত আগামী ২০৩০ সালের এক বছর আগেই বাংলাদেশ সফল ভাবে এসডিজি অর্জন করবে এবং ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।’

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের প্রশংসা করে টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ এখন একটি শক্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি। বাংলাদেশ আজ পাকিস্তান থেকে সকল সূচকে এগিয়ে আছে, এমনকি ভারতের সঙ্গে প্রায় সাতটি সূচকে এগিয়ে। আমাদের সামনে উজ্জ্বল সম্ভাবনা। এ সুযোগ কাজে লাগাতে হবে।’

বন্দরনগরী চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ স্থান। সরকার চট্টগ্রামকে অধিক গুরুত্ব দেয়। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য ইতোমধ্যে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, এখনও কাজ চলমান। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখন ব্যবসায়ীদের দায়িত্ব বেড়ে গেছে।’

২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ মাসব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শণার্থীদের জন্য খোলা থাকবে। শিক্ষার্থীদের জন্য বিনা টিকেটে মেলায় প্রবেশের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক প্রেসিডেন্ট এম এ লতিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির, চট্টগ্রাম চেম্বারের পরিচালক, সিআইটিএফ কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন এবং চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভির।