দাতা সংস্থার কাছে ২২০ কোটি ডলার বাজেট–সহায়তা চেয়েছে সরকার

ভোক্তাকন্ঠ ডেস্ক: বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দাতাসংস্থার কাছে প্রায় ২২০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়েছে সরকার। টাকার অঙ্কে যার পরিমান ১৯ হাজার কোটি টাকা। তবে এসব দাতা সংস্থার কাছ থেকে এখনো কোন সাড়া পাওয়া যায়নি। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এই তথ্য জানা যায়।

বাংলাদেশ সরকার এখন পর্যন্ত বিশ্বব্যাংকের কাছে ৮৫ কোটি ডলারের বাজেট–সহায়তা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৭৫ কোটি ডলারের বাজেট সহায়তা এডিবির কাছে আনুষ্ঠানিকভাবে ৭০ কোটি ডলার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) কাছে ১৫ কোটি ডলারের প্রকল্প সহায়তা চেয়েছে।

বিশ্বব্যাংকের জরুরি সহায়তা তহবিল থেকে এখন পর্যন্ত ১০ কোটি ডলার পাওয়া গেলেও আইএমএফ ও আইডিবি থেকে এখন পর্যন্ত কোন সহায়তা পাওয়া যায়নি।

বিশ্বব্যাংকের কাছে এখন পর্যন্ত ৮৫ কোটি ডলারের বাজেট–সহায়তা চেয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চাওয়া হয়েছে ৭৫ কোটি ডলারের বাজেট সহায়তা। এডিবির কাছে আনুষ্ঠানিকভাবে ৭০ কোটি ডলার চাওয়া হয়েছে।
অর্থনীতিবিদেরা এভাবে বাজেট–সহায়তা চাওয়া যৌক্তিক মনে করছেন কেননা, এখন উন্নয়ন প্রকল্পে নির্দিষ্ট সহায়তার চেয়ে সরকারের নগদ অর্থের প্রয়োজন বেশি। কারণ, প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রণোদনা দেওয়া যায় না।

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাজেট–সহায়তা চাওয়ার অর্থনৈতিক যুক্তি আছে। করোনা মোকাবিলায় দিন আনে দিন খায়-এমন মানুষকে কোনো প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া যাবে না। তাদের চাল, ডাল কিংবা নগদ সহায়তা দেওয়া দিতে হবে।