দুই হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারণ হবে ওসমানী বিমানবন্দর

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিমানবন্দর সম্প্রসারণ কাজের ব্যয় হবে দুই হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা।

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট চালুর মাধ্যমে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ভোধন করেন।  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দেশের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।  গত দুই দশকে এ বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়লেও উন্নয়ন কাজ খুব কম হয়েছে।

আজ সচিবালয়ের মন্ত্রিসভা পরিষদের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের পূর্তকাজসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে দরপত্র আহ্বান করলে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।  এর মধ্যে দুইটি প্রতিষ্ঠান রেসপনসিভ হয়।  কারিগরিভাবে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপ লিমেটেডকে (বিইউসিজে) দুই হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকায় ঠিকাদার নিয়োগে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে আরো কিছু প্রস্তাব অনুমোদন পায়। যার মধ্যে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব।