মিরপুরে বাজার অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: ঢাকা মহানগরীর মিরপুর ৬ এর  কাঁচা বাজার এলাকার বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারএর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল, জনাব মাগফুর রহমান ও জনাব মাহমুদা আক্তার

অভিযানে আদা, রসুন, পেঁয়াজ, ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও প্রদান না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইন,২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের সাথে উঠান বৈঠক করা হয়। উক্ত অভিযানে পল্লবী থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।