শারমীন ফুডকে ২ লক্ষ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর চকবাজারে অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুটি আইনে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের নাম নকল করে ‘ফুল ক্রিম মিল্ক পাউডার’ এবং বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘চাট মশলা, চটপটি মশলা, চিকেন রোস্ট মশলা, বিরিয়ানী মশলা, চিকেন তন্দুরী মশলা, মাংসের মশলা, টেস্টিং সল্ট’ বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বেগম বাজারের শারমীন ফুড নামক প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। একই পণ্যসমূহের অনুকূলে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানকে আরও এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত সকল অবৈধ পণ্যসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা হয়।  

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন ও পরীক্ষক (মেট্রোলজি) মো. মামুনুর রশীদ।

সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।