বিদেশি বিনিয়োগে বড় ধাক্কা

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশে গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে । ২০১৯ সালে ১৫৯ কোটি ৭০ লাখ টাকার এফডিআই এসেছে যা তার আগের বছরের তুলনায় অর্ধেক। জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আঙ্কটাডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।


২০১৮ সালে দেশের ইতিহাসে একক বছরে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে। যার মধ্যে সবচেয়ে বড় অঙ্কের বিনিয়োগ ছিল জাপান ভিত্তিক কোম্পানি জাপান টোব্যাকো থেকে। জাপান টোব্যাকো আকিজ গ্রুপের তামাক ব্যবসায় প্রায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছিল।


এ বিষয়ে বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের চেম্বার অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ বলেন, “বাংলাদেশে এফডিআইয়ের প্রধান সমস্যা হচ্ছে ব্র্যান্ডিং। বিদেশি বিনিয়োগকারীদের সামনে আমরা এখনও আমাদের ব্র্যান্ডিং যথাযথভাবে তুলে ধরতে পারিনি। এছাড়া আমাদের বন্দরের সমস্যা আছে। এতদিনেও আমরা আমাদের বন্দরের অটোমেশন করতে পারিনি। এটা খুবই দুখঃজনক।


গত বছর বাংলাদেশের সার্বিক এফডিআই কমলেও দক্ষিণ এশিয়ায় এফডিআই আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার ২৮০ কোটি ডলারের এফডিআই পেয়েছে। রপ্তানি বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ কম্বোডিয়া ৩৭০ কোটি ডলারের এফডিআই পেয়ছে।