বৈশ্বিক প্রবাসী আয়ে করোনার প্রভাব

ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনা মহামারীর কারনে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কমেছে বৈশ্বিক রেমিট্যান্স বা প্রবাসী আয়। গতকাল সোমবার মার্কিন প্রতিষ্ঠান সিটি গ্রুপ প্রবাসী আয় নিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে।

মার্কিন প্রতিষ্ঠানটি বলছে, করোনা ভাইরাসের প্রকোপে পরিস্থিতি আরো খারাপ হলে চলতি বছর বৈশ্বিক রেমিট্যান্স ১০ হাজার কোটি ডলার কমে যেতে পারে। পারে। গতকাল গ্রাহকদের কাছে লেখা এক বার্তায় তারা এসব কথা জানায়।

গ্রাহককে পাঠানো বার্তায় সিটি গ্রুপের কর্মকর্তা ডানা পিটারসন লেখেন, উদীয়মান ছোট অর্থনীতিগুলোর সার্বভৌম ঋণ রেটিংয়ে রেমিট্যান্স কমে যাওয়া নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাজিকিস্তান ও শ্রীলঙ্কা দুটি দেশই সার্বোভৌম ঋণ খেলাপীর উচ্চতর ঝুঁকিতে আছে। কারণ তাদের জিডিপির একটা বড় অংশ রেমিট্যান্সের ওপর নির্ভরশীল।

এপ্রিলের মাঝামাঝি সময় সিটি গ্রুপ মনে করেছিল, চলতি বছর প্রবাসী আয় ২ হাজার ৮০০ কোটি ডলার কমতে পারে। যাদের প্রবাসী আয় কমবে তাদের অনেকের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার যথেষ্ট আর্থিক ক্ষমতা নেই।

সিটি গ্রুপের পাঠানো বার্তায় আরো বলা হয়, কোন দেশের কোন খাতে অভিবাসীরা কাজ করে তার ওপর নির্ভর করবে কতখানি রেমিটেন্স কমবে।