শেয়ার চলবে বৃহস্পতিবার থেকে

কঠোর লকডাউনের মাঝেও বৃহস্পতিবার থেকে শেয়ার বাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, সে কারণে শেয়ার বাজারও খোলা থাকবে।’

এর আগে কঠোর লকডাউনেও ব্যাংকের সব ধরনের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ পর্যন্ত নির্ধারণ করা হলো।’