বিএসটিআই’র অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সাভারে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এদিন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাওয়ার ট্রান্সফমার পণ্য অবৈধ ভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে হেমায়েতপুরের গ্রীন পাওয়ার ট্রান্সফরমার কোম্পানীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজেল প্রতি ১০ লিটারে ৩৩০ মি.লি. কম প্রদান করায় হেমায়েতপুরের মোল্লাহ সিএনজি ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন ও পরিক্ষক (মেট) মো. এস এম মাহফুজার রহমান।