সাড়ে ৫ ঘণ্টা পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ভারত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক বিকল হওয়ায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। পরে ট্রাকটি সচল হলে আমদানি-রফতানি আবার শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, বেলা সাড়ে ১১টায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই হিলি জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাকটি বিকল হয়ে যায়। এতে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিল।

জামিল হোসেন বলেন, একমুখী রাস্তা হওয়ার কারণে বার বার আমাদের এ ধরনের সমস্যায় পড়তে হয়। এতে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের।