সুগন্ধি চাল রফতানিতে নগদ সহায়তা নয়

সুগন্ধি চাল রফতানিতে নগদ সহায়তা (ভর্তুকি) না দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সুগন্ধি চাল ছাড়া অন্যান্য চাল রফতানিতে ১৫ শতাংশ নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত বহাল আছে।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে স্পষ্ট করে সার্কুলার জা‌রি ক‌রেছে। এতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাল রফতানিতে নগদ সহায়তা সুগন্ধি চালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর আগে গত বছরের ৩০ জানুয়ারি চাল রফতানিতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই নির্দেশনায় বলা হয়, দেশে উৎপাদিত ধান সংগ্রহের মাধ্যমে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রফতানির ক্ষেত্রে নিট এফওবি (প্রত্যাবাসিত রফতানি মূল্য) মূল্যের ওপর ১৫ শতাংশ হারে প্রক্রিয়াকারী-রফতানিকারক ভর্তুকি পাবেন। তবে বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান এ সু‌বিধার আওতার বা‌হি‌রে থাক‌বে। একইসঙ্গে চাল রফতানির ক্ষেত্রে ব্যবহৃত মোড়ক সামগ্রীসহ অন্যান্য উপকরণের ওপর ডিউটি ড্র-ব্যাক ও শুল্ক বন্ড সুবিধা নিয়ে থাকলে ভর্তুকি সুবিধা পাবে না।