সূচকের উত্থানের মাধ্যমে পুঁজিবাজারের দিন শুরু

কয়েকদিন দরপতনের পর সূচকের উত্থানের মাধ্যমে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৫৯ পয়েন্ট বেড়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪৮ পয়েন্ট। বেড়েছে লেনদেনেও।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অব্যাহত দরপতন রোধে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে মার্জিন ঋণ সুবিধার ক্ষেত্র আরও বাড়িয়েছে কমিশন। তাতে বড় উত্থানের পথে রয়েছে দেশের পুঁজিবাজার।

তারা বলেন, এখন থেকে ‘জেড’ ছাড়া অন্য কোনো ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম দিন থেকেই মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে। আগে ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পেতে ৩০ কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হতো।

রোববার বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় বাজার চাঙা করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ‘জেড’ ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানে বাধা থাকবে না।

তবে ‘জেড’ ক্যাটাগরি থেকে অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়ার ক্ষেত্রে সাত কার্যদিবস মার্জিন প্রদান করা যাবে না। আগে জেড থেকে অন্য কোনো ক্যাটাগরিতে উন্নীত হলে ৩০ কার্যদিবস পর্যন্ত কোনো মার্জিন ঋণ সুবিধা দেওয়া যেত না। অবশ্য আগের নির্দেশনা অনুযায়ী নতুন কোম্পানির ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস ও ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে এসইসি।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‍৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫২টির, অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের একই সময়ের চেয়ে বেড়েছে ২১ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৯ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ১৮৩ কোটি ১১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ১৪৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ৮০০ টাকার শেয়ার। আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ৩ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩৭২ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ১৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯টির, অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।