হঠাৎ শিলাবৃষ্টিতে ব‌্যাপক ক্ষয়-ক্ষতি

ভোক্তাকণ্ঠ: হঠাৎ শিলাবৃষ্টির কারণে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৫টি ইউনিয়নের ১ হাজার ৫৬০ হেক্টর জমির বোরো ধান ও পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে কয়েক হাজার কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন।

ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি, সুখাইড় রাজাপুর দক্ষিণ ও মধ্যনগর ইউনিয়নের ১ হাজার ৪৫৫ হেক্টর জমির অধিকাংশ ধান ঝরে গেছে। এছাড়াও সদর, সেলবরষ, পাইকুরাটি ইউনিয়নে আবাদ করা ১০৫ হেক্টর জমির পাট বিনষ্ট হয়েছে। এবার এ উপজেলার ৮টি হাওরে ৩১ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধান এবং ২৭০ হেক্টর উঁচু জমিতে পাট চাষ করা হয়েছে।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃষক ফুল মিয়া ও ধর্মপাশা গ্রামের কৃষক জাকিবুর মিয়া জানান, ‘কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে জমির সব ধান ঝরে গেছে। এতে আমাদের মতো অনেক কৃষকের কপাল পুড়েছে। জমিতে কাঁচি লাগানোর মতো অবস্থা নেই।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘শিলাবৃষ্টিতে এ উপজেলায় ১ হাজার ৪৫৫ হেক্টর বোরো জমির ফসল ও ১০৫ হেক্টর জমির পাট আক্রান্ত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

সূত্র: সমকাল