হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম।

মঙ্গলবার সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। 

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি চালু হবে। 

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামমান বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিনের ন্যায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।